ধর্মপাশায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় শোভাযাত্রা ও পথসভা অনুষ্টিত

 

ধর্মপাশা প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণার লক্ষ্যে ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে এ উপলক্ষ্যে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোননয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব খান।
Exit mobile version