ধর্মপাশায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের সম্মাননা

 

ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলা পরিষদ মিলায়তনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ইং বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী এসএমসি, বিদ্যালয়, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারি শিক্ষক ও সহকারি শিক্ষিকাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের সঞ্চালনে অন্যদের বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউআরসি ইন্সট্রাক্টর চন্দন কুমার বনিক, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, হরিপুর নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথী রানী তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী কে একটি করে ক্রেস্ট দেওয়া হয়।
Exit mobile version