ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলায় ট্রলারডুবিতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের ১৬জনের প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১০সালের ৮জুন সকালে উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারডুবিতে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের শিশু, নারী ও শিক্ষার্থীসহ ১৬জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের (বর্তমানে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ) তিনজন ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী ছিল। নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বাদজোহর স্থানীয় বাদশাগঞ্জ বাজারের তিনটি জামে মসজিদে ওই দুটি বিদ্যালয়ের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে বালিজুড়ী গ্রামবাসীর উদ্যোগে ট্রলারডুবিতে নিহত ১৬জনের আত্মার মাগফিরাত কামনা করে বালিজুড়ী গ্রাম জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ওইদিন বেলা দুইটার দিকে ওই দুটি বিদ্যালয়ের মিলনায়তনে পৃথক শোক সভা অনুষ্ঠিত হয়। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, অফিস সহকারী সৈয়দ আতিকুল হক প্রমুখ। অপরদিকে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুস সালাম, রফিকুল ইসলাম প্রমুখ।