ধর্মপাশায় ডাকাতি মামলার আসামি গ্রেফতার

 

ধর্মপাশা প্রতিনিধিঃ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম আসন (২৭) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত পৌনে দুইটার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধর্মপাশা থানার এসআই আমিনুর রহমান বলেন,উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহালে জেলেদের খলাঘরে গত ২৪ মার্চ দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭মার্চ ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা হয়। বিভিন্ন তথ্য উপাত্ত ও মামলার তদন্তে ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় ধর্মপাশা উপজেলার রাজাপুর দক্ষিণহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম আসনকে বুধবার রাত পৌনে দুইটার দিকে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ডাকাতি মামলার এই আসামিকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গিয়ে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হলে আদালতের বিচারক একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
Exit mobile version