ধর্মপাশায় বুক কর্ণার ও সততা স্টোরের উদ্বোধন

 

ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সোমবার বিকেল সোয়া চারটার দিকে বুক কর্ণার ও সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার। স্বাগত বক্তব্য দেন বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুন অর রশিদ। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন,বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরুল ইয়াহিয়া শাহীন প্রমুখ।
Exit mobile version