ধর্মপাশায় মন্দির ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ৩০জন ছাত্র ছাত্রীর মধ্যে বই বিতরণ

ধর্মপাশা প্রতিনিধিঃ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ধর্মপাশা উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ৩০জন ছাত্র ছাত্রীদের মধ্যে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মন্দিরের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির সভাপতি যতীন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ (বিলকিস), ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ চৌধুরী মিঠু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান,ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার,সাংবাদিক চয়ন কান্তি দাস, শ্রী শী রাধা গোবিন্দ মন্দিরের যুগ্ম-সম্পাদক দুলাল চন্দ্র সরকার,প্রচার সম্পাদক অসীম চন্দ্র শীল প্রাক – প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শেফালী রানী দাস ,কামলাবাজ গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা টুম্পা দাস ,মহদীপুর গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষক সুজন কর প্রমুখ।

Exit mobile version