ধর্ষণের জন্য মেয়েরা নিজেরাও দায়ী

আর মুম্বইয়ের ওই চিত্র সাংবাদিক?

একজন মেয়ের পোশাক, আচার ব্যবহার এবং তিনি কোন সময়ে কোন জায়গায় আছেন তার উপরেই
নির্ভর করে তিনি ধর্ষিতা হবেন কি না | দিল্লির নির্ভয়ার কী দরকার ছিল বন্ধুর সঙ্গে সিনেমা দেখে রাত ১১ টার সময় বাড়ি ফেরার? আর মুম্বইয়ের ওই চিত্র সাংবাদিক? ওই তরুণীর কী দরকার ছিল সন্ধেবেলা শক্তি মিলস-এর মতো একটা নির্জন পরিত্যক্ত জায়গায় যাওয়ার?’ বললেন এক মহিলা | কোনও গ্রাম্য গৃহবধূ নন | এই মন্তব্য এক রাজনীতিক-এর | তিনি আশা মিরগে | একজন NCP নেত্রী এবং মহারাষ্ট্রের মহিলা কমিশনের সদস্য | নাগপুরে NCP-র মহিলা সংগঠনের একটি সমাবেশে এই বিতর্কিত মন্তব্য করেন আশা | তাও আবার NCP সাংসদ সুপ্রিয়া সুলের পাশে বসে | পরে সুপ্রিয়া নিজের বক্তব্যে এর বিরোধিতা করেন | এবং বলেন, এটা আশার ব্যক্তিগত মত | তাই বাধা দেওয়া হয়নি | কিন্তু নিজের ভুল বুঝতে পেরে পরে ক্ষমা চেয়ে নিয়েছেন আশা | কিন্তু আশার মতো একজন উচ্চশিক্ষিত মহিলার মুখেই যদি এই মন্তব্য শোনা যায়, তাহলে সমাজের নিম্ন বর্গ কী দোষ করল? ধর্ষণের জন্য যদি মেয়েরাই দায়ী হয়, তাহলে শিশুরা কী দোষ করে,যখন তাদের নৃশংস লালসার শিকার হতে হয়? অথবা লাভপুরের মতো ঘটনা? যেখানে সালিশি সভার সাজা হয় গণধর্ষণ? অথবা দিল্লির পাহারগঞ্জের ওই মধ্যবয়সী বিদেশিনী? রাস্তা ভোলার মাশুল যাঁকে দিতে হল গণধর্ষিতা হয়ে? এসব ক্ষেত্রে নেত্রী আশা মিরগে দয়া করে কিছু বলবেন?

Exit mobile version