ধানবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়মের অভিযোগে মানববন্ধন

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধানবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে স্থানীয়রা। কর্মসূচিতে বক্তব্য রাখেন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, যুবদল নেতা মাসুদ, মাসুদ রানা, হাবিব হোসেন, ব্যবসায়ী আয়নাল হোসেন, হাবিব হোসেন, নুরজাহান বেগম ও সোমা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা স্বাস্থ্যসেবা ও ওষুধ পাচ্ছে না। প্যাথোলজি বিভাগ বন্ধ। এছাড়া আউটসোর্সিং পদে টাকার বিনিময়ে ইচ্ছেমত লোক নিয়োগসহ নানা অভিযোগ তুলেন বক্তারা।
Exit mobile version