নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টে বিএম শাখা চ্যাম্পিয়ন

এফএম সাজেদুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি প্রমুখ।

রকিবুল ইসলাম রুবেল, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় উচ্চ মাধ্যমিক বিএম শাখা ২-১ গোলে উচ্চ মাধ্যমিক মানবিক শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অত্র মহাবিদ্যালয়ের মাঠে ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ২০ মিনিটে মানবিক শাখার ৯নং জার্সিধারি খেলোয়াড় জোবায়ের হোসেন দলের পক্ষে একমাত্র গোল করেন। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বিএম শাখার ৪নং জার্সিধারী খেলোয়াড় মুন্না দলের পক্ষে সমতাসূচক গোল করেন। ২৩ মিনিটে ১০নং জার্সিধারি ইকরাম হোসেন পেনাল্টিশটে দলের পক্ষে ২য় গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিএম শাখার ইকরাম হোসেন ও সেরা গোলদাতা হিসেবে মানবিক শাখার জোবায়ের হোসেনকে পুরস্কৃত করা হয়।
ফাইনাল খেলা শেষে অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার শামছুজ্জামান শামিম, আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান, সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক এফএম সাজেদুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের বিএম, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা এই চার শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছিল।

Exit mobile version