নড়াইলে চোরাই মোটরসাইকেলসহ দুইজন        গ্রেফতার।

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রাসেল শেখ (৩০) ও মোঃ মমিন হোসেন (২৪) নামের দুইজন চোরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রাসেল শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানার মোঃ উকিল শেখের ছেলে ও মোঃ মমিন হোসেন (২৪) মাগুরা জেলার পারনান্দয়ালী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ছেলে। গতকাল বিকাল নড়াইল সদর থানাধীন আউড়িয়া গ্রামস্থ মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসার সামনে হতে মোঃ জিহাদুল ইসলাম (২১) এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২, ইঞ্জিন নং-DHZWGE-91945, চ্যাসিস নং MD 2A11CZ8GWE85316) চোরেরা চুরি করে চম্পট দেয়। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল কালিয়া থানাধীন ২নং পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামেল সোহান সরদারের বসতবাড়ির উত্তর পাশে পুরুলিয়া হতে রঘুনাথপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
Exit mobile version