নদীতে ডুবে এক শিশুর মৃত্যু। ইনতাজুল ইসলাম এনতাজ। কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ১৩ এপ্রিল সকাল ১১ঃ৩০ঘটিকায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ক্রোসবাধ সংলগ্ন স্থানে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ মৌজার বিজলীর বাজার খামার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ও মোছাঃ শাহানাজ বেগমের দম্পতির কনিষ্ঠ পুত্র।স্থানীয়দের কাছ থেকে জানা যায়,শনিবার সকাল ১১ঃ৩০ঘটিকায় দিকে সোহাগ তাদের পরিবারের অন্য সদস্যরা সহ নদীতে গোসল করতে নামেন। অসাবধানতায় সোহাগ গভীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পানিতে ডুবে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজার চেষ্টা চালায়। এরপরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরি দল এসে সোহাগকে দুপুর তিনটার দিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয়রা আরও জানান বাঁধের নিকটবর্তী স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করার ফলে ভৌতিক গভীরতার সৃষ্টি হয়েছে। গোসল করতে গিয়ে অসাবধানতা বশত গভীর গর্তে পরে গিয়ে আর উঠে আসতে না পারায় সোহাগের মৃত্যু হয়।রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান পানিতে ডুবে সোহাগ নামের এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নদীতে ডুবে এক শিশুর মৃত্যু।
-
by admin
- Categories: বরিশাল বিভাগ, বাংলাদেশ, সর্বশেষ
Related Content
এইচআরডব্লিউ পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্বই দিয়েছিল
by admin ৩১/০১/২০২৫
বাণিজ্য মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়
by admin ৩১/০১/২০২৫
তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
by admin ৩১/০১/২০২৫
ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু
by admin ৩১/০১/২০২৫
ফেসবুক পোস্টে রাব্বানীর কমেন্ট, কড়া জাবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
by admin ৩১/০১/২০২৫