Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

নবরূপীর সাবেক সাধারণ সম্পাদক দেশবরোন্য নাট্যজন শাহজাহান শাহ্’র ৭ম প্রয়াণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের প্রিয় মানুষ, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবরোন্য নাট্যজন, নবরূপীর আমৃত্যু সারথী, জাতীয় পুরস্কার প্রাপ্ত নাট্যকার শাহজাহার শাহ্’র ৭ম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
“মরনে নয়, কর্মের স্বরণে চির ভাস্কর তুমি” -এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজেন মরহুম শাহজাহান শাহ্’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে নবরূপীর সদস্যরা, বিভিন্ন সংগঠনের শিল্প-সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্গ।
নবরূপীর সহ-সভাপতি মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। মরহুম শাহজাহান শাহ্’র জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক, গবেষক অধ্যক্ষ ড. মাসুদুল হক, বিশিষ্ট নাট্য নির্দেশক সম্মিত সাহা সেতু, নবরূপীর সহ-সাধারণ সম্পাদক রওনক আরা হক নিপা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আযাদ কালাম, মরহুম শাহাজাহান শাহ্’র পুত্র ডাঃ শুসময় শাহ্ ও নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মানষ ভট্টাচার্য্য। শুরুতে ‘তুমি রবে নিরবে….হৃদয়ে মম” শীর্ষক মরহুম শাহজাহান শাহ্’র স্মরণে নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদের পরিচালনায় সংগীত পরিবেশন করেন শিল্পী কমল কুজুর, রাবেয়া বাশরী, নজরুল ইসলাম নাজু। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, শাহ্জাহান শাহ্’র জীবন ও সৃষ্টিকর্ম আমরা যদি আমাদের প্রজন্মের মাঝে তুলে ধরতে পারি তাহলে শাহ্জাহান শাহ্ চিরদিন আমদের মাঝে বেঁচে থাকবেন। শাহ্জাহান শাহ্ শুধু দিনাজপুর বা নবরূপীর নয়-সারা দেশের অমূল্য সম্পদ হয়ে আমাদের মাঝে থাকবেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

 

ক্যাপশনঃ
“মরনে নয়, কর্মের স্বরণে চির ভাস্কর তুমি” -এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজেন দিনাজপুরের প্রিয় মানুষ, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবরোন্য নাট্যজন, নবরূপীর আমৃত্যু সারথী, জাতীয় পুরস্কার প্রাপ্ত নাট্যকার শাহজাহার শাহ্’র ৭ম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ।

 

Exit mobile version