নিজস্ব প্রতিবেদক /ঝালকাঠির নলছিটি উপজেলার বিন্দু ঘোষগ্রামে,দুই পুলিশ সদস্য সহ চার ভাইয়ের বিরুদ্ধে-জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে, ওরেউক্ত বিষয়ে ঝালকাঠি আদালতে মামলা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে ,বাদী মোসাঃরাশিদা বেগম, স্বামী মৌজা আলী হাওলাদার, গ্রাম, বিন্দু ঘোষ,থানা নলছিটি,জেলা ঝালকাঠি, একই এলাকার পুলিশ সদস্য মোঃ হুমায়ুন কবির ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষদের জিম্মি করে রেখেছেন ।
আসামিরা হলেন নলছিটি উপজেলার বিন্দু ঘোষ গ্রামে,মৃত মোসলেম আলী হাওলাদারের,ছেলে(১) মোঃহুমায়ুন কবির হাওলাদার,(২)মোঃহেমায়েত হাওলাদার ,(৩) এনায়েত হাওলাদার, (৪)রবিউল হাওলাদার,(৫) জামাল খান,পিতা মৃত হামিদ খান, (৬)কামাল খান পিতা মৃত হামিদ খান, সহ একাধিক প্রতারকের নামে আদালতে যাও জালিয়াতি মামলা।
মামলা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বাদী রাশিদা বেগমের পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দলিল করিয়া আত্মসাৎ করার চেষ্টা করেছেন কবির,পুলিশ ও তার ভাইয়েরা, উল্লেখিত বিষয় এসকল প্রতারকদের বিরুদ্ধে মোসাঃরাশিদা বেগম আদালতে মামলা দায়ের করেছেন সি,আর নং৯৮/২০২২-দন্ডবিধি ধারা, ৪৬৪/৪৬৫/৪৬৭/৪৬৮/৪১৭/৪১৯/৩৪-
৬নং কুশংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, ও ইউনিয়ন সচিব, ৮ ও ৯ ওয়ার্ড মেম্বার উল্লেখিত প্রতারণার বিষয় সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ হুমায়ুন কবির,ও তার ভাইয়েরা মিলে আমাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুক্তভোগী রাশিদার জমি কব্জা করে নিয়েছেন,এ বিষয়ে কবির পুলিশ ইউনিয়ন পরিষদে স্বীকারোক্তি দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন হুমায়ুন কবির,ও তার ভাই পুলিশে চাকরি করার সুবাদে অসহায় রাশিদা বেগমের জমি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন,এবং কবির পুলিশ সামান্য কনস্টেবল হয়ে,গ্রামে আলিশান বাড়ি করেছেন।
উল্লেখিত অভিযুক্ত মোঃহুমায়ুন কবির,ও তার ভাইদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করে রেখে দিয়ে কোন কথা বলেনি।