কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম ভূঁইয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।
এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন তারা। এদিন দুপুরে নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
নিহত সেলিম হেসাখাল ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী ছিলেন। তিনি খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নাঙ্গলকোট থানার এসআই সমর বড়ুয়া বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকরা হলেন- উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের ফারুক, পৌরসভার গোত্রশাল গ্রামের হেলাল ও আফছার। তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে কাকৈরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে সেলিম ভূঁইয়ার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায় মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা। এসময় তারা সেলিম ভূঁইয়াকে দেশীয় অস্ত্রশস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
হত্যা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বাঙ্গড্ডা বাজার এলাকায় আমার কর্মসূচি ছিল। সেখান কারও সঙ্গে আমার ঝগড়া-বিবাদ হয়নি। আমি ঘটনাটি জানিও না। মামলা হলে আদালতে লড়ব। বিগত সরকারের আমলেও আমার বিরুদ্ধে ১৪০টি মামলা হয়েছে। এটিসহ ১৪১টি হবে, কোনো সমস্যা নেই।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, মোবাশ্বেরের পেটুয়া বাহিনী সেলিমকে পিটিয়ে হত্যা করেছে। আমি তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।