নি¤œমানের ১৩৯০ মিটার রাস্তার কাজ নির্মাণে অনিয়ম- দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন

স্টাফ রিপোর্টার ॥ চিরিরবন্দর গার্মেন্টস এর মোড় হতে ভায়া বৈদেশীর হাট পর্যন্ত ১২৭৩০২০১৬ আইডি নং ১৩৯০ মিটার রাস্তার কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে।
১৫ জানুয়ারী বুধবার চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বৈদেশীর হাট এলাকাবাসী মোঃ রেজা, রতন রায়, রিয়াজ উদ্দিন, বিকাশ চন্দ্র রায়, মজিবর, মজিদ, মাফুর হোসেন, মকবুল হোসেন, আজিম উদ্দিন ও মোঃ জমসেদ মানববন্ধনে বিক্ষোভ প্রদর্শনকালে জানায় স্থানীয় সরকার প্রকৌশর অধিদপ্তর কর্তৃক উক্ত রাস্তাটি নির্মাণের জন্য দরপত্র আহবান করলে ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া গ্রামের ঠিকাদার মোঃ রজব আলী ১ কোটি ১১ লক্ষ ১৮ হাজার ৭২৭ টাকা বরাদ্দতে কাজটি শুরু করে ২০১৮ সালে। যা সমাপ্ত হওয়ার কথা ছিল ২০২০ সালে। সামান্য কিছু কাজ করে ঠিকাদার কাজটি বন্ধ করে চলে যায়। স্থানীয় এলাকাবাসীর চাপে কাজটি পুনরায় ঠিকাদার শুরু করে ২০২৩ সালে। গত শুক্রবার কাজটি যেমন তেমন করে সমাপ্ত করে দেয়। এলাকাবাসী জানায় রাস্তার দু পাড় ভেঙ্গে পড়েছে, পিচের পরিবর্তে পোড়া মবিল ব্যবহার করা হয়েছে। যার ফলে ১০ দিন যেতে না যেতে রাস্তার খোয়া ও পোড়া মবিল সরে মাটি বেড়িয়ে আসছে। ঠিকাদার কাজটি বুঝিয়ে দেওয়ার সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের কোন প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বা কাজের তদারকিও করেন নাই। এলাকাবাসীর প্রশ্ন এত টাকার একটা কাজ ওয়ার্ক এসিস্টেন মোঃ মিরাজ কিভাবে একাই দেখভাল করল ?
এলাকাবাসী অবিলম্বে উক্ত রাস্তার কাজ তদন্ত সাপেক্ষে পুনরায় নির্মাণ করার জন্য জেলা প্রশাসনসহ স্থানীয় প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে।

Exit mobile version