রাজধানীর নিউমার্কেটে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে সহযোগিতা করার জন্য ঘটনাস্থলে ছুটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শত শত ছাত্র। সকাল থেকে তারা সহযোগিতা করছেন আগুন নেভানোর কাজে। এখন আগুন নিয়ন্ত্রণে, তবে থামেনি সেসব শিক্ষার্থীদের কর্মযজ্ঞ।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। মার্কেটে আগুন লাগার পর থেকেই ফায়ার ফাইটারদের সঙ্গে নিয়ন্ত্রণে কাজ শুরু করে এসব শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা গেছে, উপস্থিত উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া, ঝুঁকিপূর্ণ জায়গায় না যেতে সাবধান করার কাজটি করছেন তারা। এছাড়া কেউ কেউ ব্যবসায়ীদের মালপত্র সরাতেও সহযোগিতা করছেন। ব্যবসায়ীদের মালামাল মাথায় করে দূরে পৌঁছে দেওয়া, ব্যাগ-পত্র বহনের কাজও করছেন তারা।
ঢাবি স্কাউট দলের সদস্য ও আগুন নেভাতে সাহায্যকারী নাজিউর রহমান নাসিম জানান, আমরা সকালে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। যতোটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করছি। পানির পাইপ ধরে সাহায্য করা, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উৎসুক জনতাকে সামাল দেওয়া সর্বোপরি আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছি।
তিনি আরো বলেন, এখানের পরিস্থিতি ভয়াবহ। এতো মানুষের মধ্যে কাজ করা কঠিন। অনেকেই ছবি তোলা, ভিডিও করায় ব্যস্ত। এর ফলে ফায়ার সার্ভিসসহ সব ইউনিটের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।