নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে যাওয়া প্রবাসী বাংলাদেশি মারা গেছে। গুরুতর আহতাবস্থায় তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাকির হোসেন খসরু (৭৬) মারা যান। গত ৭ এপ্রিল নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাস্তার দিয়ে হাঁটার সময় হটাৎ আক্রমণ করে খসরুকে গালমন্দ দেয়।এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে পাকা রাস্তার ধারে ফেলে দেয়। এতে খসরুর মাথা ফেটে মগজ বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করেন। অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে লাইফ সাপোর্টে তিন দিন চিকিৎসার পর বুধবার তিনি মারা যান। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে।
Exit mobile version