নিপুনের আবেদনে হাইকোর্টের রায় স্থগিত  চেয়ারে কাউকে না বসার আদেশ

শিল্পী সমিতির

মাসুদুর রহমান – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার আদালত। আজ রবিবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে রায়টি স্থগিত করে আগামী ৪ সপ্তাহ সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্যও আদেশ প্রদান করেন । আগামী ৪ সপ্তাহ পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি নিয়ে ফুলকোর্টে শুনানি হবে।
উল্লেখ্য যে,  উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ।
এরই প্রেক্ষিতে শনিবার (০৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন নিপুণ।  পরে ২ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পরে ৪ মার্চ শুক্রবার জায়েদ খান, সুচরিতা, অরুনা ও জয় চৌধুরী শপথ গ্রহণ করেন। এদিকে ৩ মার্চ সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার। নিপুনের আবেদনের প্রেক্ষিতে ৬ মার্চ রবিবার চেম্বার জজ আদালত হাইকোর্টের রায় স্থগিত করে চেয়ারে কাউকে না বসার আদেশ প্রদান করেন।
Exit mobile version