নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রুতি দাবিতে মশাল মিছিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রুতির দাবিতে পটুয়াখালীর দুমকিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা শহরের সৃজনী স্কুল এন্ড কলেজ গেট থেকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পশ্চিম গেট চত্ত্বরের কেন্দ্রীয় হরিমন্দিরের সামনে সমাবেশ করে। উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে উপদেষ্টা পরিষদ সদস্য শ্রী রাম চরণ গাইন, যুগ্ম-সচিব অধ্যাপক শ্যামল কৃষ্ণ মিত্র, বিপ্লব চন্দ্র শীল প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে আগামীতে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসহ ৭দফা দাবি করেছেন।
উল্লেখ্য, সারাদেশব্যপী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে দুমকি উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এ মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
Exit mobile version