———————
নীলফামারীতে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টায় নীলফামারী উত্তরা মিলস ভবনের ব্যংকের নীলফামারী শাখায় সিংদই মাঝাপাড়া তালিমুল কুরআন নূরানী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এবং উত্তর হারোয়া দারুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা-এর শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন এসব পোষাক বিতরণ করা হয়।
সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ।
নীলফামারী আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহাজাদী খাতুনের সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, তাপস কুমার সাহা, সোনালী ব্যাংক সাবেক শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো:গোলাম মোস্তফা কামাল, সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম আজম সহ ব্যাংকের কর্মকর্তারা।
শাখা ব্যবস্থাপক শাহাজাদী খাতুন বলেন, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।