নীলফামারীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

নীলফামারী প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ভাটিয়া পাড়ায় চলমান কাঠ ও গাছ পুড়িয়ে কয়লা তৈরির সেই কারখানা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৪শে ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে অবস্থিত কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ।
নীলফামারী জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত অভিযানে নীলফামারী জেলা পুলিশ একদল চৌকস সদস্য সহায়তা প্রদান করেন।
অবৈধভাবে চলমান ওই কারখানার চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় এদিকে নষ্ট হচ্ছে ফসলি জমি। অন্যদিকে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছিল সাধারণ মানুষ। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় কারখানা স্থাপন করেন। যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায়। এতে একদিকে এলাকায় শ্বাসজনিত রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে উঠতি ফসলের ওপর বিরুপ প্রভাব ফেলছে।
Exit mobile version