মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত আসামি মো. বাবুল (৩৮) ওরফে বাবুল কামার সে হাতিয়ার হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আবুল বাসারের ছেলে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৭টা ৫৫মিনিটের দিকে হাতিয়ার ১ নং হরনী ইনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়ি এসব অস্ত্র উদ্ধার করে র্যাব-৭।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ০১ নং হরনী ইউনিয়ন থেকে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পাইপগান, ১০টি কিরিচ, ২০টি রকেট প্যারাসুট প্লেয়ার জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।