মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী (নীল প্যানেল) ঐক্য পরিষদ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সম্পাদক সহ ১১টি পদে বাকি ৪টি পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৭জানুয়ারী) সকাল ১০টা-বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি এ্যাডভোকেট আবদুর রহিম (বিএনপি) ৩৩০ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম (আওয়ামীলীগ) ২১৬ভোট।
সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট সামছুদ্দিন আহমদ( বিএনপি) ৩৫৯ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট নির্মল চন্দ্র মজুমদার (আওয়ামীলীগ) ১৮৭ভোট।
সহ সভাপতি এ্যাডভোকেট আলী হোসেন (বিএনপি) ৩১৭ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মোঃ হোসেন আওয়ামীলীগ ২৩১ভোট।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজম খান (বিএনপি) ৩৩৬ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট গুলজার আহমদ জুয়েল (আওয়ামীলীগ) ২১৬ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সহিদ উল্যা বাবু (আওয়ামীলীগ) ২৮২ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট তাকরীর হোসেন (জামায়াত) ২৬২ভোট।
সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট ছারওয়ার উদ্দিন দিদার (বিএনপি) ২৯০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মন্জুরুল আকবর মুরাদ (আওয়ামীলীগ) ২৫৬ভোট।
কোষাধ্যক্ষ এ্যাডভোকেট আরিফুল হক (আওয়ামীলীগ) ২৯০ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট রফিক উল্যা ( বিএনপি) ২৬৪ ভোট। লাইব্রেরী ও প্রকাশনা এ্যাডভোকেট জাকির হোসেন রহিম (বিএনপি) ৩২৪ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট সি এম হাসান (আওয়ামীলীগ) ২১৭ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট ওমর খালেদ (বিএনপি) ৩৩৮ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট রবি শংকর মজুমদার (আওয়ামীলীগ) ২০০ভোট। আপ্যায়ন সম্পাদক এ্যাডভোকেট আবদুল খালেক মিরন (বিএনপি) ৩২৯ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আমানত উল্যা (আওয়ামীলীগ)২১৫ভোট পান।
সদস্য পদে এ্যাডভোকেট ইদ্রিস মোল্লা (জামায়াত) ৩০৪ভোট, এ্যাডভোকেট এ এন এম এনাম হোসেন (বিএনপি) ৩০১ভোট, এ্যাডভোকেট রেজাউল করিম মিয়াজি (আওয়ামীলীগ) ২৬৩ভোট,
এ্যাডভোকেট বিলকিস জাহান সূচী (আওয়ামীলীগ) ২৬২ভোট, এ্যাডভোকেট আবুল হাসান (বিএনপি) ২৫৩ভোট পেয়ে নির্বাচিত হন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিজয়ী সভাপতি সিনিয়র সহ-সভাপতি ও সম্পাদক সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন নির্বাচিত নেতৃবৃন্দ তাদের কর্মদক্ষতা দিয়ে আইনজীবিদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন এবং জনগণ যেন সঠিক বিচার পায় সে ব্যাপারে আইনি সহযোগিতা করবেন। আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) এর সভাপতি গিয়াস উদ্দিন খোকন।