উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে, নিষিদ্ধ ঘোষিত ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী বাপ্পিকে(২০) আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। শুক্রবার (৩ডিসেম্বর) গভীর রাতে নড়াগাতি থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাচানের নেতৃত্বে বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে বাপ্পিকে আটক করা হয়। আটককৃত আসামি বাপ্পি ডুমুরিয়া গ্রামের আলতাফ মোল্লার ছেলে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের পর আসামীকে নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।