স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে সোমবার শীতবস্ত্র বিতরণ ও প্রধান গেটের ফলক উন্মোচন করা হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জহুরুল হক, পিআইও আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব, শিক্ষাবিদ জিল্লুর রহমান, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুধীজন প্রমুখ। এ সময় জেলা প্রশাসক শীতবস্ত্র বিতরণ শেষে উক্ত বিদ্যালয়ের প্রধান গেটের ফলক উন্মোচন করেন।
পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান এবং উপকরণ বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর গাভী পালন কর্মকাণ্ডে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে ১৫ জন সুফলভোগীকে ৩ লক্ষ ৯ হাজার টাকা ঋণ বিতরণ করেন। শেষে উপজেলা পরিষদের প্রধান গেট উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক।