পতœীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস/২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন

 

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী সমন্বয়ের মাধ্যমে এবারের বিজয় দিবস/২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার প্রত্যুসে ৫০বার তোপধ্বনির শেষে দিবসের শুভ সূচনার মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এন.জিও সংস্থা, সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ-আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান এবং সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মাঠে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম আরম্ভ করেন। পরে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পতœীতলা থানার অফিসার ইনচার্জ শাসসুল আলম শাহ্, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন তারা, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, পতœীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সূধীজন প্রমূখ।

বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে খেলাধুলা, পুরস্কার বিতরণ, সরকারি হাসপাতালে রোগীদের বিশেষ খাবার ব্যবস্থা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, আলোচনা সভা এবং বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। সন্ধ্যায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে মনোমুগ্ধকর আতশবাজি করা হয় পরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Exit mobile version