পবিপ্রবিতে দীর্ঘ ১৭ বছর পরে ছাত্রদলের কর্মী সভা

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স কক্ষে বিকেল ৫ টা থেকে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান রিংকু।

এসময় পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ  ৩ শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় দিপু পাটোয়ারী বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য  ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।

##

Exit mobile version