পবিপ্রবি’তে বিশুদ্ধ পানির সংকটে শিক্ষার্থীরা কলেরা ও ডায়রিয়ার আক্রান্ত!

করার কারনে এ সমস্যা হতে পারে।

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একটি হলের নলকূপের কারনে বিশুদ্ধ পানির সংকটে প্রায় দশ বারো দিন ধরে কলেরা ও ডায়রিয়ায় প্রায় ৭০ জন শিক্ষার্থী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কর্মচারীদের ও কেউ কেউ আক্রান্ত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোর মধ্যে শের-ই-বাংলা হলেই আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়াও অন্যান্য হলেও দু – চার জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্তের কথা জানা গেছে।
গত সোমবার ৪ এপ্রিল থেকে শের-ই-বাংলা হলের অধিকাংশ শিক্ষার্থীর পেটে সমস্যা দেখা যায়। অসুস্থ্যদের হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলেন শেরে বাংলা হলের (ডি-২) কলের পানি খেয়ে এমন হতে পারে। আবার কেউ কেউ বলেন ডাইনিংয়ের খাবার খেয়ে হতে পারে। আবার কেউ কেউ বলেন গরমে তরমুজ খেয়ে এ সমস্যা হতে পারে।
বাহিরের খাবার খেয়ে এমন হয়েছে কিনা জানতে চাইলে এম কেরামত আলী হলের এক শিক্ষার্থী জানান, আমরা অনেকেই তো বাইরে খাই। এখানে তো কোন সমস্যা হয় নি। মূলত তীব্র গরম ও বিশুদ্ধ পানি পান না করার কারনে এ সমস্যা হতে পারে।
পবিপ্রবি হেলথ কেয়ার সেন্টার এর ডাঃ এ টি এম নাসির উদ্দিন বলেন, বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই। শিক্ষার্থীদের পানি ফুটিয়ে পান করতে বলেছি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে তেমন পরীক্ষা নিরীক্ষা করা হয় না। শুধু প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ্য হয়ে ফিরে গেছে। আর যারা বেশি অসুস্থ্য তাদেরকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শেরে বাংলা হলের প্রভোস্ট প্রফেসর মোঃ ফজলুল হক বলেন, ইতোমধ্যে উক্ত হলের পানির টেংকি ও টেপ পরিষ্কার করানো হয়েছে। শেরেবাংলা হল ডি-২ এর নলকূপটি ও মেরামত করানো হয়েছে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত কে তাঁর অফিসিয়াল মোবাইল নম্বরে(01714075977) কল করে পাওয়া যায়নি।
Exit mobile version