পবিপ্রবির অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি জুয়েল ও সম্পাদক ওয়াজকুরুনী

মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য ১- মোঃ ইউনুছ শরীফ, নির্বাহী সদস্য-২ মো: শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য-৪ মো: মাসুদুল আলম,সদস্য-৫ আ: রশিদ

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি!! পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের ২০২২-২০২৩ এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াজকুরুনী।
বৃহস্পতিবার (২১ জুলাই) কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, উক্ত নির্বাচনে মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৭৬জন ভোট প্রদান করে। এবার নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন চলছে। বাকি ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।
এতে সভাপতি পদে ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন শাখার মোঃ সাইদুর রহমান (জুয়েল) ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংস্থাপন শাখা ডেপুটি রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান (টমাস) ৮৩ পেয়েছেন। সহ-সভাপতি -১ পদে শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আবু হানিফ ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কেন্দ্রীয় গবেষণাগারের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ কামরুজ্জামান ৭৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনী ৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিবহন শাখার সহকারি রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন বাদল ৮৬ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিসার্চ এর ট্রেনিং সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ বিল্লাল হোসেন ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সহকারী রেজিস্ট্রার  মোহাম্মদ মনিরুজ্জামান ৮২ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে ভাইস-চ্যান্সেলরের বাসভবনের সহকারী রেজিস্ট্রার মোঃ ফরহাদ ১৩৩ ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষাবৃত্তি শাখার সেকশন অফিসার মোঃ জুবায়েদুল ৪২ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে
১০৪ ভোট পেয়ে জয়ী  হয়েছেন সেকশন অফিসার  মোঃ তাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থ হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ বদিউজ্জামান পেয়েছেন মাত্র ৬৭ ভোট। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ইনোভেশন সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমদাদুল হক ৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম অনুষদের সেকশন অফিসার শামীম আহমেদ ৮২ ভোট পেয়েছন। নির্বাহী সদস্য-৩ পদে শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান  জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সেকশন অফিসার আসমা আক্তার সেতুকে মাত্র ১ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। আতাউর রহমান পেয়েছেন ৮৮ ভোট আর আসমা আক্তার সেতু পেয়েছেন ৮৭ ভোট।
আর বিনাপ্রতিদ্বন্দীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ সভাপতি-২ মোঃ রাশেদুজ্জামান,দপ্তর সম্পাদক এ্যানী চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: আতিয়া শাহনাজ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সাকিবুল হাসান ফারুক খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য ১- মোঃ ইউনুছ শরীফ, নির্বাহী সদস্য-২ মো: শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য-৪ মো: মাসুদুল আলম, নির্বাহী সদস্য-৫ আ: রশিদ খান প্রমূখ।
Exit mobile version