মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে জীবনবৃত্তান্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কুঞ্জে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা নেন পবিপ্রবি ইউনিটের সংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মো: মুরশিদুর রহমান আকন্দ, এবং সদস্য আশিকুর রহমান রাজীব। এসময় আরো উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্যে ৬০ জন পদ প্রত্যাশী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে ৫৯ জন ছাত্র এবং ১ জন ছাত্রী রয়েছেন।
জীবনবৃত্তান্ত সংগ্রহ শেষে পবিপ্রবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক মো.রাকিবুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পদ প্রত্যাশী নেতাকর্মীরা তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন।
পদ প্রত্যাশী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নোট করে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান রাজীব বলেন, পদ প্রত্যাশীদের বিষয়ে গভীরভাবে খোঁজ খবর নেওয়া হবে যাতে কোনো অনুপ্রবেশকারী নেতৃত্ব না পায়। নতুন নেতৃত্বের জন্য মেধাবী ছাত্র, মাদকমুক্ত এবং আওয়ামী পরিবারের সন্তানদেরকে প্রাধান্য দেওয়া হবে।
উক্ত মতবিনিময় সভায় পবিপ্রবি ইউনিটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আর এক নেতা কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মো.মুরশিদুর রহমান আকন্দ বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ যারা করি তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ ২০৪১ কে বাস্তবায়ন করতে আমাদের মাঠে থাকতে হবে। তিনি আরও বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার হাতকে শক্তিশালী করতে আমার বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা মাঠে আছি থাকবে।
তিনি পবিপ্রবি ছাত্রলীগ পদ প্রত্যাশী নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, আমরা নতুন নেতৃত্বের জন্য মাদকমুক্ত এবং পারিবারিক রাজনৈতিক আদর্শ বিবেচনায় নেব।
উল্লেখ্য, গত ২৫ শে মার্চ দীর্ঘ ৩ বছর(প্রায়) পর
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মধ্যেমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
##