মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)’র শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মদিন পালন করা হয়।
গত সোমবার (৮ আগস্ট)সকাল ১০টায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এ সময় উপস্থিত ছিলেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসুসহ প্রক্টর, প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার (১০/৮/২২ইং) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ ডেপুটি রেজিস্ট্রার মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
##