পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে -হুইপ ইকবালুর রহিম

মোঃ জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশেও নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের এই বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকের শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার মানুষে পরিণত হবে নতুন প্রজন্ম। বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের যুগে ঠিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার কোন বিকল্প নাই।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর উল্লেখ করে হুইপ বলেন, শহরে যেসকল সুযোগ সুবিধা রয়েছে সে সকল সুুযোগ সুবিধা গ্রামেও পাওয়া যাবে। আজকে প্রত্যেকটি গ্রামে বাড়ীতে বাড়ী শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। সেই আলোকিত বাড়ী থেকেই আলোকিত মানুষ তৈরিক করতে শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। আর তাই শিক্ষার কোন বিকল্প নাই।
২১ এপ্রিল-২০২৪ রোববার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়া গ্রামে (দিনাজপুর-দশমাইল মহাসড়কের পাশে) দিনাজপুর হলি ল্যান্ড কলেজের ষষ্ঠতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর হলি ল্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, হলি ল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উল্লাহ, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, পরিচালক সৈয়দ সাগির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাউদ্দিন খোকন, শিক্ষা পরিচালক নজরুল ইসলাম মুকুল। সঞ্চালনে ছিলেন সহকারী অধ্যাপক পাভেল রায়হান। উল্লেখ্য, দিনাজপুর হলিল্যান্ড কলেজ বৃহত্তর দিনাজপুর জেলায় সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
এরপর হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তর ক্যাম্পাসের অভ্যন্তরীন নবনির্মিত আরসিসি রাস্তার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবালুর রহিম এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম, সমিতির বোর্ড পরিচালক মোঃ মশিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল আলম প্রমুখ।

Exit mobile version