পলাশবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের পাশে শুকনো পাতা ও খড়ের স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত অজ্ঞাত যুবকের বয়স আনুমানি ২৮ বছর হবে বলে জানায় পুলিশ।
১৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা -রংপুর মহাসড়েকর উপরে উপজেলার মহেশপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে শুকনো পাতার স্তূপে মুখবাধা অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের বলেন, যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের বয়স আনুমানি বয়স ২৮ বছর হবে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Exit mobile version