বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত মহির উদ্দীন বাবুর ছেলে এন্তাজুল পৈত্রিক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে পরিরারসহ জীবিকা নির্বাহ করে থাকেন।
আজ শুক্রবার সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ দিয়ে পুকুর ছেয়ে গেছে। এতে তার প্রায় ৪০/৫০ মন বিভিন্ন প্রজাতির মাছ ক্ষতি সাধিত হয়। বর্তমানে পরিবারের জীবন- জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন এন্তাজুলের স্ত্রী আলেয়া বেগম।
তার দাবি তাদের ভাগী- শরীকের লোকজন পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ গুলো মেরে ফেলেছেন। পুকুর পাড়ে একটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট এর বোতলও পড়েছিল। পুকুরে বিষ প্রয়োগে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাহেদুল ইসলাম বাবু বলেন, এ ক্ষতিগ্রস্ত মাছ চাষীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।