পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে খরের পালায় আগুন থানায় অভিযোগ।

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে খরের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
এ ব্যাপারে এনামুল হক সরকার পিপুল বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।
ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবনাীপুর গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে এনামুল হক সরকার পিপলুর সাথে একই গ্রামের মৃত রইচ উদ্দীন শুকটুর ছেলে সাইফুল সরকার ও রানা সরকার ও তাদের সহযোগিদের দীর্ঘদিন যাবৎ জমাজমি নিয়ে মনোমালিন্য চলে আসছিল, পিপুল জানান এর আগেও সাইফুল ও তার লোকজন আমাকেসহ আমার পরিবারের লোকজনকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করাসহ এর আগে আমার ঘর বাড়ী ভাংচুর করাসহ পুকুরে কীট নাশক দিয়ে অনেক মাছের ক্ষতি করেছে। সোমবার সন্ধ্যায় সাইফুল ও তার সহযোগিরা আমার বসতবাড়ীর দক্ষিণ পাশে ঘরের পালাটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। পিপলু আরো জানান,আগুন লাগানো ব্যাপারে তাদেন বললে তারা দেশী অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসলে আমরা বাড়ীর ভিতর চলে যাই।
এ ব্যাপারে এনামুল হক সরকার পিপলু বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।
Exit mobile version