বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
পলাশবাড়ীতে ফোরলেন মহাসড়ক নির্মাণ অধি-
গ্রহণের মাত্র হাফ শতাংশ জমির মালিকানা নিয়ে
দু’গ্রুপের তুমুল সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ ও
এক নারীসহ উভয়পক্ষের গুরুতর আহত হয়েছেন
অন্ততঃ ৮ জন। এঘটনায় শিক্ষক সাংবাদিকসহ ২০ জনকে আসামী করে থানায় আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ১ নারীসহ ৪ জনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৪আগস্ট) সকালে পৌরশহরের ব্র্যাকমোড় মহেশপুর গ্রাম এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,পৌরশহরের
ব্র্যাকমোড়ের অদূরে মহেশপুর এলাকায় চলমান ফোর-লেন মহাসড়ক নির্মাণ কাজে লাগোয়া একটি জমির অংশে হাফ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়।অধিগ্রহণ কৃত জমি দু’পক্ষই মালিকানা দাবী করেন। এনিয়ে প্রাথমিক ভাবে তাদের মধ্যে বাক-বিতন্ডার সূত্রপাত ঘটে। ঘটনাটি নিয়ে টানটান উত্তেজনাসহ মারমুখি পরিস্থিতির একপর্যায় এদিন সকালে ধারালো অস্ত্র-শস্ত্র সজ্জিত উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে।
এসময় মহেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে
মোত্তালেব হোসেন (৪০)ঘটনাস্থলেই নিহত হয়।
গুরুতর আহতরা হলেন নিহতের ছোট ভাই মোবাইদুল হক(৩৫) ও আরিফ হোসেন (৩০)।প্রতিপক্ষের আহতরা হলেন একই গ্রামের সৈয়দ আলীর ছেলে স্কুল শিক্ষক আঃমান্নান(৪৭),একরামুল হক (৩৭) ও রাশেক মোজাহিদ(১৫)ছাড়াও আহত আঃ মান্নানের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা রশিদা বেগম (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিপক্ষের এক নারীসহ ৪ জনকে আটক করেছে
পুলিশ। এছাড়া উভয়পক্ষের অজ্ঞাত আরো বেশ
কয়েকজন নারী ও পুরুষ ঘটনাস্থলে আহত হলেও
হাসপাতালে ভর্তি না হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত
করা সম্ভব হয়নি।
থানা অফিসার ইনচার্জ আরজু মো.সাজ্জাদ হোসেন
জানান,সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যেই এক নারীসহ ৪
জনকে আটক করা হয়েছে। প্রাথমিক সুরতহাল
রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য
গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।