পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করীমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি শ্রমিক নেতা অধ্যাপক রেজাউল করীম ও জেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু তালেব মন্ডলসহ ৪ জন উপদেষ্টাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, পুলিশ কোন কারণ ছাড়াই অধ্যাপক রেজাউল করীমসহ নিরাপরাধ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায় ভাবে আজ দুপুর ১ টায় পাবনা দারুল আমান ট্রাস্ট থেকে গ্রেফতার করেছে। আমরা পুলিশের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, করোনার এই কঠিন দুর্যোগে শ্রমজীবী মানুষরা চরম দুঃসময় অতিবাহিত করছে। সরকার শ্রমজীবীসহ সাধারণ জনতার কষ্ট লাঘবে নিয়োজিত না থেকে যারা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের গ্রেফতার করে হয়রানি করতে বেশি তৎপর রয়েছে। এটি কোন ভাবেই কাম্য হতে পারে না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা সংবিধান সমুন্নত রাখুন। দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বিরোধী দল-মতের প্রতি সম্মান দেখান। শ্রমিক সংগঠনসহ সকল রাজনৈতিক দলের কার্যক্রম ও কর্মসূচি পালনে সহযোগিতা করুন। মানুষের বাক স্বাধীনতাসহ সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন। দেশে আইনের শাসন বজায় রাখুন।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে অধ্যাপক আবু তালেব মন্ডল ও অধ্যাপক রেজাউল করীমসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। রাজবন্দিদের নামে হয়রানি মূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় শ্রমজীবী মানুষরা তাদের নেতৃবৃন্দকে মুক্ত করার জন্য অচীরে রাজপথে নেমে আসবে।

Exit mobile version