Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

পারি ফাউন্ডেশন প্রায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশু

পবিত্র ঈদ্-উল-ফিতর উপলক্ষে ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার, সকাল ১০ টায় ঢাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মানবসেবায় নিয়োজিত সংগঠন পারি ফাউন্ডেশন প্রায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও ভাসমান অসহায় মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেন। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও. এন সিদ্দিকা খানম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় চলচিত্র পুরুষ্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এ সময় উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু তালেব, কোষাধ্যক্ষ সাজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম খানসহ পারি’র স্বেচ্ছাসেবীবৃন্দ।

যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেস এর লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারন সম্পাদক লস্কর আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং পারি ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগীতায় এ  মহৎ কর্মসূচীর সফল বাস্তবায়ন হয়।

মানবিকতায় পারি ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক একটি অলাভজনক, বেসরকারী, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। শিশু-কিশোর, প্রবীণ ব্যক্তি, বঞ্চিত, সুযোগ-সুবিধাহীন, প্রান্তিক, অসহায় নির্যাতিত মানুষের মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিতকরণে গত পাঁচ বছর যাবৎ কাজ করছে। আমাদের কাজের মধ্যে রয়েছে: নিরন্ন মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণ; বিভিন্ন অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার সংগ্রহ ও অসহায় ভাসমান মানুষদের মাঝে বিতরণ; দরিদ্র রোগীদের মাত্র ২ টাকায় ঔষধপত্রসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান; স্বেচ্ছায় রক্তদান;  অসহায় ভাসমান মানুষদের পুনর্বাসন; ভাসমান মানুষদের জরুরি মানবিক সহায়তা প্রদান; প্রচন্ড শীতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ; উদ্বাস্তু মানুষের জন্য সার্বিক-সহায়তা প্রদান; সুবিধা-বঞ্চিত শিশু কিশোরদের নিয়ে জাতীয় দিবস সমূহ উদযাপন; প্রাকৃতিক দুর্যোগকালীন দুর্গত এলাকায় ত্রাণ-সামগ্রী বিতরণ; এবং রমজানে অসহায় রোজাদারদের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ।

Exit mobile version