মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
পার্বতীপুরে হোসনে আরা(৪০)নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
১৬ই আগস্ট(বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর বিশকারী(হঠাৎপাড়া)গ্রামে পরিবারের সদস্যরা এই ঘটনাটি প্রথম জানতে পারে।
জানা গেছে,১৫ই আগস্ট(মঙ্গলবার)দিনগত রাতে খাবারের পর নিজ ঘরে শুতে যান গৃহবধু হোসনে আরা। সকাল ৯টা পেরিয়ে গেলেও ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয় পরিবারের। ডাকা-ডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের সেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানান,হিরোইন ও ইয়াবা আসক্ত স্বামী আজিম হোসেন স্ত্রীর হাঁস ও গরু বিক্রির দেড় লক্ষ্য টাকা নিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে।
পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।এই ঘটনার পর স্বামী আজিম হোসেন পলাতক রয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি(তদন্ত)হাফিজ মোঃ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই ঘটনায় ওই গৃহবধুর ভাই থানায় একটি অভিযোগ দিয়েছে।ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।