পাহাড়পুর কমিউনিটি বেইজড ট্যুরিজম বাস্তবায়ন হলে পর্যটকদের পাশাপাশি লাভবান হবে স্থানীয়রা

এর মাধ্যমে ট্যুরিস্টদের সুবিধার পাশাপাশি স্থানীয় জনসাধারণ আর্থিকভাবে উপকৃত হবে।পাহাড়পুর কমিউনিটি বেইজড ট্যুরিজম

 

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑ বিশ^ ঐতিহ্যের অন্তর্গত নওগাঁর
বদলগাছী উপজেলায় অবস্থিত প্রাচীন প্রতœতাত্তিক নিদর্শন ঐতিহাসিক
পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর। পাহাড়পুরকে দর্শক বান্ধব করে গড়ে তুলতে
স্থানীয় জনগনের সম্পৃক্ততায় কমিউনিটি বেইজড ট্যুরিজম গঠনের কোন বিকল্প
নেই বলে কর্তৃপক্ষ মনে করেন। অনেক সময় দর্শনার্থীদের সঙ্গে স্থানীয়দের
অনাকাঙ্খিতভাবে ঝুর ঝামেলার সৃষ্টি হয়। সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
যাতে কোন কারনে ঘুরতে এসে কোন দর্শনার্থীরা হয়রানীর শিকার না হয়।
পাহাড়পুর বৌদ্ধবিহার ও যাদুঘর কাস্টোডিয়ান মোঃ ফজলুল করিম আর্জু বলেন
কমিউনিটি বেইজড ট্যুরিজম হচ্ছে এমন একটি পর্যটন ব্যবস্থা যার মাধ্যমে
পর্যটকদের পাশাপাশি স্থানীয় জনসাধারণ আর্থিকভাবে লাভবান হবে। প্রশিক্ষণের
মাধ্যমে স্থানীয় জনসাধারণকে ট্যুরিস্ট আকৃষ্ট করার প্রতি সচেতন করে তোলা
হয়। ট্যুরিস্টদের উক্ত পর্যটন সাইট সম্পর্কে গাইড করা, এই সাইটের সুযোগ
সুবিধা সম্পর্কে অবহিত করা। আশেপাশে পর্যটন সাইটগুলো কোথায় আছে
সে সম্পর্কে দর্শনার্থীদের অবগত বা পরামর্শ দেওয়া স্থানীয়দের কাজ। স্থানীয়
রিক্সা, ভ্যান, ইজিবাইক ও সিএনজি চালকগন তাদের পেশাগত কাজের পাশাপাশি
ট্যুরিস্টদের গাইড করতে পারেন। পর্যটন সাইটে আগত পিকনিক বাসগুলোকে
রান্নাবান্না, পানিসহ অন্যান্য কাজে সহযোগিতা করতে পারেন। ইতি মধ্যে
এলাকার দরিদ্র কিছু নারী পুরুষ কমিউনিটির মাধ্যমে কাজ করে তারা
আর্থিকভাবে লাভবান হচ্ছে। দর্শনার্থী বৃদ্ধি পেলে এলাকায় গড়ে উঠবে
দোকানপাট তাতে লাভবান হবে স্থানীয়রা। পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার্তে
পাহাড়পুর বাংলদেশ পর্যটন বোর্ড কর্তৃক প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কিছু
বাসায় হোমস্টে সার্ভিস চালু আছে। যেখানে পর্যটকগন নির্দিষ্ট ভাড়া পরিষদের
মাধ্যমে রাত্রি যান করতে পারবে এবং স্থানীয় খাবার ও সংস্কৃতি সম্পর্কে পরিচিত
হতে পারে এটিও কমিউনিটি বেইজড ট্যুরিজমের একটি অংশ। এর মাধ্যমে
ট্যুরিস্টদের সুবিধার পাশাপাশি স্থানীয় জনসাধারণ আর্থিকভাবে উপকৃত হবে।পাহাড়পুর কমিউনিটি বেইজড ট্যুরিজম
বাস্তবায়ন হলে পর্যটকদের পাশাপাশি লাভবান হবে

স্থানীয়রা

 

Exit mobile version