পিএসএল কত পাবেন লিটন-রিশাদ-রানারা?

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা।

পিএসএলের এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস, লাহোর কালান্দার্সে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমিতে খেলবেন তরুণ পেসার নাহিদ রানা।

ড্রাফটে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের নাম উঠলেও দল পেয়েছেন কেবল এই তিনজন।

ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানা এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন। গোল্ড ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকার সমপরিমাণ।

 

লিটন দাস ও রিশাদ হোসেন ড্রাফটের সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা আয় করবেন।

ড্রাফটে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। কিন্তু তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়রা ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ মার্কিন ডলার আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার মতো।

Exit mobile version