পিডিবি হাই স্কুলের প্রধান শিক্ষককে শিক্ষক সমিতির বিদায় সম্বর্ধনা

ছবির ক্যাপশন ঃ শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি এম, এ ছফা চৌধুরী।

বাংলাদেশ শিক্ষক সমিতি
চট্টগ্রাম আঞ্চলিক শাখা

সূত্রঃ প্রকাশের জন্য সংবাদ প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ২৫/০১/২০২২ইং

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার পক্ষ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নাসিমা আখতারকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। আজ ২৫ জানুয়ারি বেলা ১১টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, মনছুরাবাদ, চট্টগ্রাম এর সহকারী প্রধান শিক্ষক মিসেস সুমনা বড়ুয়া চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, এ ছফা চৌধুরী। সংবর্ধিত অতিথির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এবং অবসর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি গোলাম রহমান, উপদেষ্টা শাখাওয়াত হোসাইন তালুকদার, ডবলমুরিং থানা শাখার সভাপতি দীন মোহাম্মদ, সচিব এস এম আক্কাস উদ্দিন, সাংগঠনিক সচিব সাহাব উদ্দিন কবির, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মিজবাহ উদ্দিন আহমেদ ইশতিয়াক ও মাওলানা আজিজুল হক। সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচছা জানিয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম, এ ছফা চৌধুরী।

 

 

Exit mobile version