পুরো লঞ্চ আগুনে পুড়ে যাওয়া রহস্যজনক: নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

কারণ এরকম ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পুরো লঞ্চ আগুনে পুড়ে যাওয়ার পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। কারণ এরকম ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপু‌রে অভিযান-১০ ল‌ঞ্চে অগ্নিকা‌ন্ডের ঘটনায় অগ্নিদগ্ধ যাত্রীদের ব‌রিশাল শের-ই বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতালে দেখ‌তে এসে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

প্রতিমন্ত্রী বলেন, ল‌ঞ্চে আমা‌দের হিসাব ম‌তে ৩৫০ এর মতো যাত্রী ছি‌ল। ত‌বে এর বে‌শি থাক‌লে তদন্ত ক‌রে দেখা হ‌বে। তাছাড়া ল‌ঞ্চের ফিট‌নেস ঠিক আছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা দুর্ঘটনায় নিহত সক‌লের প‌রিবার‌কে দেড় লাখ টাকা ক‌রে দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

Exit mobile version