পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে নিহতের পরিসংখ্যান দিলেন জয়

২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় ১১০০ মানুষ পুলিশের গুলিতে নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পুলিশের গুলিতে নিহতের একটি পরিসংখ্যান তুলে ধরেছেন।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি গ্রাফ চার্ট পোস্ট করেন।

এতে দেখা যায় যে, ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় ১১০০ মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এই পরিসংখ্যান ফেসবুকে শেয়ার করলেন সজীব ওয়াজেদ জয়।

গত শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

Exit mobile version