কথা গুলো তিতা হলেও সত্যি 👇
👉 মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে।
বাহ্! কি সুন্দর চাওয়া! 🙂
👉প্রতিদিন যৌন পল্লিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য।
কতটা হাস্যকর!☺
👉প্রাইমারি হাইস্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বৌ হয়ে।
আশ্চর্য আশা!🤣
👉একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে।
কি সুন্দর বাবা মায়ের বাধ্য ছেলে!👏
👉শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয়।
অপুর্ব চিন্তা চেতনা!👏
👉রাত জেগে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয়।
অবাক!
👉রাস্তায় দাড়িয়ে মেয়েদের টিজ করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে।
কি অদ্ভুত!
👉 ধর্ষকও বিয়ের পর তার বউয়ের অতীত নিয়ে কথা তোলে।
ভাবা যায় এগুলো? প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হুবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে , কি আজব চিন্তাধারা ভাবা যায়??
মেয়ে তুমি মুখে লেডিস ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছো পুরুষ শাসিত সমাজের যাতাকলে। একটা যৌন পল্লির মেয়ে কখনও কারো বউ হওয়ার যোগ্যতা রাখেনা অথচ পল্লিতে যাওয়া নিয়মিত ছেলেটা বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করে। ধর্ষিতা মেয়েরা সবার আঁড়চোখেই পড়ে থাকে। ধর্ষকরা হাসিমুখে ঘুরে বেড়ায়। তোমার চোখ ধাঁধানো আকর্ষণীয়তায় সবার মোহ কিন্তু ক্ষনিকের, চিরস্থায়ী নয়। তুমি যতই সুন্দরী, রূপবতী, গুনবতী, শিক্ষিত, মার্জিত ইত্যাদি হও না কোনো তার কোনো দাম নেই এই সমাজের চোখে পুরুষের কাছে।👇
একটা ছেলের অনেকগুলো বান্ধবী থাকতে পারে কিন্তু একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকাটা সহজ হতে পারে না।
একটা ছেলে চাইলে বছরের পর বছর বিয়ে না করে শেষ বয়স অব্দি একা কাটিয়ে দিতে পারে অথচ একটা মেয়ে একটু বড় হলেই পাড়া প্রতিবেশীসহ সমাজের ঘুম হারাম হয় এই চিন্তায় যে মেয়েটা আইবুড়ো হয়ে গেছে এখনও কেনো বিয়ে দিচ্ছে না।
খেলার মাঠের মেয়েটিকে ধরে রান্নাঘরে আটকে দেওয়ায় কোনো সমস্যা নেই! সমস্যা হলো মেয়েটি পড়ালেখা করে নিজের পায়ে দাড়ানোটা।
এই সমাজে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, নেই নিজেকে আত্মপ্রকাশের সুযোগ। শুধু মুখেই বলি আছে নারী পুরুষ সমান অধিকার কিছু লিজেন্ডরা বলবে এখানেও কোনো মতলব আছে, এই সমস্ত অসুস্থ চিন্তাভাবনা না করে, মন-মানসিকতা পরিবর্তন করুন।
(বি:দ্র: যদি ভালো লাগে তাহলে আপভোট দিয়ে এবং অনুসরণ করে পাশে থাকবেন, ধন্যবাদ। )