পেনসিলভেনিয়া রাজ্যে নতুন আরো একটি সংগঠনের আত্মপ্রকাশঃ

আজ ২রা এপ্রিল, ২০২৩ইং রোজ রবিবার পেনসিলভেনিয়ার ড্রেক্সেলহিলে লক্ষ্মীপুরবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে “লক্ষ্মীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভেনিয়া, ইউএসএ” নামক একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
এছাড়াও উপস্থিত সকলের সর্ব সম্মতিতে আগামী দুই বছরের জন্য সংগঠন পরিচালনার জন্য ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্য্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কার্য্যকরী কমিটির সভাপতি হিসেবে জনাব মোঃ সোলায়মান ইবনে মজিব অন্তু ও সাধারন সম্পাদক হিসাবে জনাব বেল্লাল হোসেনকে মনোনীত করা হয়।
কার্য্যকরী কমিটির অন্যান্য পদে আছেন যথাক্রমে সহ সভাপতি জনাব মহিউদ্দীন মজুমদার, সহ সভাপতি জনাব আব্বাস আহম্মেদ অভি, সহ সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দীন, সহ সভাপতি মাহফুজুর রহমান, সহ সাধারন সম্পাদক জনাব মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব জনি পাটওয়ারী,
কোষাধ্যক্ষ জনাব মোঃ ইসমাঈল হোসেন সাগর, দপ্তর সম্পাদক কবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন শহীদ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ বি. হোসেন, সমাজ কল্যান সম্পাদক জনাব মোঃ মুসলেউদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আরিফ উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস শাহীন আক্তার
এবং কার্য্যকরী সদস্যরা হলেন জনাব মোঃ মোর্শেদ, জনাব আলাউদ্দীন, জনাব বদরুল আলম, জনাব মোস্তাকিন বিল্লাহ। উক্ত সভায় সভাপতিত্ব করেন পেন বাংলার সভাপতি জনাব ইফতেখার হোসেন ফরহাদ এবং কমিটি ঘোষনা করেন কাউন্সিলম্যান জনাব আলাউদ্দীন পাটোয়ারী। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগন্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জনাব আব্দুল খালেকসহ অন্যান্য অতিথী।
সভায় বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন যে, লক্ষ্মীপুর সোসাইটি দেশ ও প্রবাসে ভালো কিছু করে দৃষ্টান্ত স্থাপন করবে।
Exit mobile version