পাবনা প্রতিনিধি: একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. মুনতাজ আলী ও তার সমর্থকবৃন্দ। বৃহস্পতিবার তার ব্যবসায়িক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি ও তার সমর্থকবৃন্দ এই ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানান।
এসময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, পাবনা থেকে পরিচালিত পাবনা মেইল ২৪ ডটকম (ঢ়ধনহধসধরষ২৪.পড়স) নামক একটি অনলাইন পত্রিকায় ২২ ডিসেম্বর ২০২১ প্রকাশিত “মালিগাছায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে ধূম্রজাল মিথ্যাচারের আশ্রয় নিয়ে যে মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা ও নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ উঠেছে, যা একেবারে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ইউনিয়নের অন্যান্য প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন।
তিনি এসময় আরও বলেন, আমার সমর্থক ও কর্মীদের ওপর সন্ত্রাসী বাহিনীর হামলা, বহিরাগত সন্ত্রাসীদের ইউনিয়নের ভোটারদের ভয়ভীতি প্রদান ও সন্ত্রাসী কার্যালপের প্রতিবাদে আমি গত মঙ্গলবার বেলা ১২টায় পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছি। আমার সমর্থক ও কর্মীদের ওপর স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে হামলা করেছে ও ভয়ভীতি দেখাচ্ছে যা আপনারা অবগত আছেন। অন্যান্য প্রার্থীরা রাতের আঁধারে ভোট কেনার জন্য বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
আসন্ন ২৬শে ডিসেম্বর মালিগাছা ইউপি নির্বাচনে আমার আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ইশারায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ইঙ্গিতপূর্ণ, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা এক কথায় বেআইনী এবং সুস্থ সাংবাদিকতার পরিপন্থিও বটে।
পাবনায় আমার ও আমার পরিবারের সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিমন্ডলে সুখ্যাতি রয়েছে। তাই আমার বিরুদ্ধে এই অপপ্রচার সুনাম ক্ষুন্ন করা ছাড়া আর কিছুই নয়। এহেন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে আমাকে ও আমার সমর্থকদের সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালানো হয়েছে। আমি উপরোক্ত বাস্তব তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।