*প্রকাশিত সংবাদের প্রতিবাদ*

*প্রকাশিত সংবাদের প্রতিবাদ*
“মুন্ডুমালায় হাটের জায়গায় দখল করে আলিশান বাড়ি” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোতাল্লেব হোসেন। গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে মোতাল্লেব হোসেন জানান, প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা হাটের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এবং পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল ও সাবেক কাউন্সিলর আর্থিক সুবিধার বিনিময়ে বাড়ি নির্মাণ নকশার অনুমোদন দিয়েছে। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরএস ১৮২ দাগে দেড় শতক  জায়গার মালিক মোতাল্লেব হোসেন।কিন্ত্ত তিনি প্রায় শোয়া দু”শতক জায়গার ওপর তিনতলা পাকা ভবন নির্মাণ করেছেন। যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।
প্রকৃত ঘটনা তিনি জায়গা কিনে নিজ নামে খাজনা-খারিজ করেছেন।এমনকি পৌরসভা থেকে বাড়ি নির্মাণের নকশার অনুমোদন নিয়ে বাড়ি তৈরী করেছেন। একটি মহল তাকে সমাজে হেয়ওপ্রতিপন্ন করতে সাংবাদিকগণের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন।
তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
                  নিবেদক
      মোঃ মোতাল্লেব হোসেন
Exit mobile version