প্রয়াত নাট্যজন কাজী বোরহান উদ্দীন স্মরনানুষ্ঠানে বক্তারা কাজী বোরহান শুধু নবরূপীর নয় সারা দেশের জাতীয় সম্পদ ছিলেন- যা আমাদের গর্ব করার মতো

স্টাফ রিপোর্টার ॥ “লোকান্তরে নয়, আছো নিরন্তর অন্তরে” দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর কার্যালয়ে অনুষ্ঠিত হলো দেশ বরোন্য নাট্যজন, শিল্পকলা একাডেমী কর্তৃক পদকপ্রাপ্ত, নবরূপীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম কাজী বোরহান উদ্দীন এর স্মরণ সভা।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। নবরূপীর নির্বাহী সদস্য মানস ভট্টাচার্য্যর সঞ্চালনায় স্মরনানুষ্ঠানে স্মৃতি রোমন্নুন করে বক্তব্য রাখেন নবরূপীর আজীবন সদস্য শাহ-ই-মবিন জিন্নাহ, প্রবীণ রাজনীতিবীদ আবুল কালাম আজাদ, নাট্যব্যক্তিত্ব সম্বিত সাহা সেতু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সোনালী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শামীম আজাদ সরকার, নাট্য অভিনেত্রী শিখা ঘোষ, সিরাজাম মনিরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, মরহুম কাজী বোরহানের ভাগিনা কাজী সাহেদ হাসান ফেরদৌস ও তার কন্যা কাজী বন্যা আহম্মেদ। বক্তারা বলেন কাজী বোরহান শুধু নবরূপীর নয়- সারা দেশের জাতীয় সম্পদ ছিলেন যা আমাদের গর্ব করার মতো। আমরা নাট্য জগতের একজন অভিভাবক হারিয়েছি। নাট্যজন কাজী বোরহান ছিলেন একজন মানবিক মানুষ। তিনি আজীবন স্মরনীয়, বরনীয় ও মানবতার মানুষ হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন। মরহুম কাজী বোরহানের স্মরণে সংগীত পরিবেশন করেন নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, বিশিষ্ট কন্ঠশিল্পী রনজিৎ কুমার রায় ও কবিতা আবৃত্তি করেন নবরূপীর সদস্য মিজানুর রহমান মিজু। সার্বিক তত্ত্বাধায়নে ছিলেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ এমএ জব্বার।

 

ক্যাপশনঃ
“লোকান্তরে নয়, আছো নিরন্তর অন্তরে” দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর কার্যালয়ে অনুষ্ঠিত হলো দেশ বরোন্য নাট্যজন, শিল্পকলা একাডেমী কর্তৃক পদকপ্রাপ্ত, নবরূপীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম কাজী বোরহান উদ্দীন এর স্মরণ সভা ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

Exit mobile version