প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

দ্বিতীয় স্ট্যাটাসে রাত ১১ টা ৫০ মিনিটে লিখেন

মিরসরাই প্রতিনিধি
সোমবার দিবাগত রাত ৯ টা ২ মিনিটে আব্দুল আউয়াল বাকের
তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রথম স্ট্যাটাসে লিখেন
‘রাত ১২ টায় কিছু একটা করে ফেলব ইনশাআল্লাহ’ এবং
দ্বিতীয় স্ট্যাটাসে রাত ১১ টা ৫০ মিনিটে লিখেন ‘আর ১০
মিনিট পর একজনকে শান্তি করে সব ছেড়ে চলে যাবো না ফেরার
দেশে, ভালো থাকো প্রিয়’। আব্দুল আউয়াল বাকের (১৭)
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ
পরাগলপুর গ্রামের আশরাফ আলী সওদাগর বাড়ীর আলমগীর
হোসেনের পুত্র এবং নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর
ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী। সে প্রেমিকার উপর অভিমান
করে সোমবার (২৭ ডিসেম্বর) রাতের কোন একসময় নিজ
বাড়ীতে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে।
আত্মহননকারী বাকেরের নিকটাত্মীয় মহসিন বিন আলী বলেন,
সকালে ফজরের নামাজের পর শুনতে পাই বাকেরের অবস্থা ভালো না।
সাথে সাথে তার ঘরে গিয়ে দেখি খাটে শুয়ে আছে কিন্তু শরীরের
স্পন্দন বন্ধ হয়ে গেছে তবুও স্থানীয় একজন পল্লী চিকিৎসককে
খবর দিলে তিনি নিশ্চিত করেন ৩ ঘন্টা আগে সে মারা গেছে।

বাকেরের চাচা মোশাররফ হোসেন জানান, সকালে আব্দুল
আউয়ালের মৃত্যুর খবর শুনে ছুটে আসি। একটা মেয়ের সাথে
আমার ভাতিজার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বিকালে
মেয়েটির সাথে দেখা করতে গোলকেরহাট গেলে মিনহাজুল
ইসলাম নামে ঐখানকার স্থানীয় একজন তাকে মারধর করে এবং
একপর্যায়ে মেয়েটিও তাকে অস্বীকার করে। সেই ক্ষোভে,
অভিমানে রাতেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত
আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে শোয়ার ঘরের
তীরের সাথে গলায় চাদর পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয়।
এবিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
বাকেরের বড় বোন আরবের নেছা আনিকা বলেন, আমার ভাইয়ের
সাথে তার স্কুলের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ঐ
মেয়েকে নিয়ে ১-২ দিন আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ঘুরতে গিয়েছিল সে। বিষয়টি
মেয়ের ভাই এবং বন্ধুরা দেখে ফেলে। সোমবার যখন আবার দেখা
করতে যায় তখন মেয়ের ভাই এবং বন্ধুরা মিলে বাকেরকে মারধর করে।
এসময় মেয়েটি তার ভাইকে বলে বাকেরের সাথে তার পরিচয় নেই।
তারই জের ধরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস
দিয়ে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
স্থানীয় ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাঈন উদ্দিন
ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর
রশীদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে আব্দুল আউয়াল
বাকের নামে এক কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
লাশ পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা
রুজু করা হয়েছে। তবে আত্মহননকারী বাকেরের পরিবারের পক্ষ
থেকে কেউ কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে
আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রেমঘটিত বিষয় নিয়ে

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে বলে
প্রাথমিকভাবে জানা যায়।

Exit mobile version